প্যানের সঙ্গে লিঙ্ক করতে হবে, লাগবে আয়কর রিটার্নেও, এক নজরে দেখে নিন, কোন কোন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক, কোথায় নয়
Web Desk, ABP Ananda | 26 Sep 2018 01:50 PM (IST)
যেসব পরিষেবা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক ১. প্যানের সঙ্গে আধার জুড়তে হবে। ২.আয়কর রিটার্ন জমা করতে গেলে দিতে হবে আধার নম্বর। ৩. যাবতীয় সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সরকারি ভর্তুকি পেতে আধার থাকা বাধ্যতামূলক । কী কী পরিষেবায় আধার জরুরি নয় ১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক নয়। ২. টেলিকম পরিষেবা পেতে আধার বাধ্যতামূলক থাকছে না। মোবাইল কোম্পানিগুলি গ্রাহকদের কাছে আধার নম্বর চাইতে পারবে না। ৩. সিবিএসই, এনইইটি, ইউজিসি আধার বাধ্যতামূলক করতে পারবে না। ৪. স্কুলে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক নয় আধার। ৫. কোনও বাচ্চাকে আধার নম্বর দিতে না পারলে সরকারি উন্নয়ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।