১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নতুন প্যানে বাধ্যতামূলক আধার, জানাল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড

Continues below advertisement
নয়াদিল্লি: আগামী ১ জুলাই থেকে আয়কর রিটার্ন দাখিল এবং নতুন প্যান কার্ডের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে আধার। আজ এমনই জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, প্যান কার্ড এবং আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার নতুন আইন বৈধ। সেই রায়ের পরেই আজ সিবিডিটি জানিয়ে দিয়েছে, যাঁদের আধার ও প্যান রয়েছে, তাঁদের এই দুটি যুক্ত করতে হবে। আয়কর রিটার্ন দাখিল করার সময়ও আধার লাগবে। তবে যাঁদের আধার নেই, তাঁদের প্যান কার্ড বাতিল করা হবে না। কারণ, প্যান বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাঙ্কিং এবং অন্যান্য আর্থিক কার্যকলাপ করতে পারবেন না। সেইজন্যই সুপ্রিম কোর্ট আংশিক ছাড় দিয়েছে। সিবিডিটি-র এক আধিকারিক বলেছেন, আইন মন্ত্রক, অর্থ মন্ত্রক, আয়কর বিভাগ এবং সিবিডিটি-র আধিকারিকদের নিয়ে গঠিত এক উচ্চপর্যায়ের দল সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখেছে। এরপরেই ১ জুলাই থেকে নতুন প্যানের জন্য আবেদন করা এবং আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola