রান্নার গ্যাসে ভর্তুকি: ৩০ নভেম্বরের পরই বাধ্যতামূলক আধার কার্ড
ABP Ananda, web desk | 04 Oct 2016 10:03 PM (IST)
নয়াদিল্লি: আগামী নভেম্বরের পর রান্নার গ্যাস (এলপিজি)-তে ভর্তুকি পেতে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাবে। যদিও গ্রাহকদের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পাওয়ার জন্য দুই মাসের ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে পরিবার পিছু বছরে ১২ টি সিলিন্ডার ভর্তুকি মূ্ল্যে পাওয়া যায়। প্রত্যেক সিলিন্ডারের জন্য ভর্তুকির টাকা আগামভাবে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হয়। গ্রাহকদের বাজারদর অনুযায়ীই সিলিন্ডার কিনতে হয়। তেল মন্ত্রকের এক নির্দেশে বলেছে, ভর্তুকি পেতে গেলে এবার থেকে আধার কার্ড থাকার প্রমাণপত্র বা আধার কার্ড পাওয়ার জন্য আবেদনের প্রমাণপত্র জমা দিতে হবে। যাঁরা আধার কার্ড এখনও পাননি তাঁদের এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর সংগ্রহের আবেদনের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে আধার কার্ড না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহককে ব্যাঙ্ক ফটো পাসবুক, আধার কার্ড এনরোলমেন্টের আইডি স্লিপ, বা তাঁর ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা কিষাণ ফটো পাসবুক বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এলপিজি-র জন্য প্রাপ্য ভর্তুকি বরাদ্দ করা হবে। ওই নথির সঙ্গে থাকতে হবে আধার এনরোলমেন্টের আবেদনপত্রের প্রতিলিপি।