বেঙ্গালুরু: সুপ্রিম কোর্ট গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিলেও, আধার জয়ী হবে বলেই আশাবাদী নন্দন নিলেকানি। তিনিই আধার প্রকল্পের প্রথম প্রধান ছিলেন। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট যে নীতি মেনে চলার নির্দেশ দিয়েছে, সেটা মেনেই হয়েছে আধার। ফলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

ইনফোসিসের নয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নিলেকানি। তিনি গোপনীয়তার অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। নিলেকানি বলেছেন, ‘আমার মতে এটা দারুণ সিদ্ধান্ত। গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বলা হয়েছে, সমাজের বৃহত্তর স্বার্থে এই অধিকারের কিছু সীমাবদ্ধতা থাকবে।’