মুম্বই: সিনেমার পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকেন বলিউড অভিনেতা আমির খান। এবার মহারাষ্ট্রের খরা পীড়িতদের পাশে দাঁড়ালেন তিনি। খরা কবলিত দুটি গ্রাম তাল ও কোরেগাঁও দত্তক নিলেন 'পিকে'-র অভিনেতা। সম্প্রতি ওই দুটি গ্রাম সফর করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমির।
আমির ইতিমধ্যেই জল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি সত্যমেব জয়তে ওয়াটার কাপ ক্যাম্পেনের কাজও করছেন। এই কাজে তিনি নিজের দলের সঙ্গে ঔরঙ্গাবাদে এসেছিলেন। সেখানে তিনি মহারাষ্ট্র সরকারের 'জলযুক্ত শিবর' অভিযানের প্রশংসা করেন এবং খরা মোকাবিলার কয়েকটি পন্থার কথাও জানান।
উল্লেখ্য, দেশের প্রায় ১০ টি রাজ্য খরার সমস্যায় জর্জরিত। পানীয় জল নিয়ে খরা কবলিত এলাকাগুলিতে হাহাকার দেখা দিয়েছে। ফসল নষ্ট হওয়ায় কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। যদিও এখন পানীয় জল সংগ্রহই তাঁদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, বুন্দেলখণ্ড, তেলেঙ্গনার হাল খুবই খারাপ।
মহারাষ্ট্রেও খরা পরিস্থিতি চরম পর্যায়ে উঠেছে। মহারাষ্ট্রের তীব্র খরা মোকাবিলায় বলিউডের অন্যান্য তারকারাও এগিয়ে এসেছেন। অভিনেতা অক্ষয় কুমার ৫০ লক্ষ টাকা দান করেছেন। নানা পাটেকরও খরাপীড়িতদের জন্য তহবিলে অর্থ সংগ্রহের কাজ করছেন।