মুম্বই: ৭৫তম মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন অভিনেতা আমির খান, প্রাক্তন ক্রিকেটার কপিল দেব ও প্রাক্তন অভিনেত্রী বৈজয়ন্তীমালা। পুরস্কারগুলি প্রদান করবেন রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।


তাঁর অভিনীত সেরা ছবি ‘দঙ্গল’-এর জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন আমির খান। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট ও হিন্দি সিনেমায় উৎকৃষ্ট অবদানের জন্য যথাক্রমে কপিল দেব ও বৈজয়ন্তীমালাকেও বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে।


জানা গিয়েছে, সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের পরিবার থেকে প্রতি বছর এই পুরস্কারের আয়োজমন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। যার মধ্যে রয়েছে—সমাজসেবা, সাহিত্য, নাটরক, সঙ্গীত ইত্যাদি।