সংসদে দেখানো হল দঙ্গল, সাংসদরা হইহই করে দেখলেন আমির খানের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2017 01:27 PM (IST)
নয়াদিল্লি: গতকাল রাতে সংসদে দেখানো হল আমির খানের দঙ্গল। সাংসদরা তো ছিলেনই, ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। সংসদের বালযোগী অডিটোরিয়ামে হইহই করে দঙ্গল দেখলেন সকলে। লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের উপস্থিতিতে কাল সংসদে হয়ে গেল দঙ্গলের স্ক্রিনিং। ছিলেন বেশ কয়েকজন সাংসদ। গ্রামীণ বিকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামকৃপাল যাদব, সপরিবারে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, টিআরএস সাংসদ মল্লা রেড্ডি- ছবি দেখে সকলে উচ্ছ্বসিত। তেলেঙ্গানার সাংসদ তো কেঁদেই ফেললেন। অডিটোরিয়ামের বাইরে এসে প্রশংসায় ভরিয়ে দিলেন দঙ্গলকে। ২৩ ডিসেম্বর মুক্তি পায় আমির খানের দঙ্গল। ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।