মুম্বই: বিহারে ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন বলিউড অভিনেতা আমির খান। এজন্য বিহারের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার আবেদন জানিয়েছেন তিনি।

গতকাল পর্যন্ত বিহারের বন্যায় ২৫৩ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গতর সংখ্যা প্রায় ১.২৬ কোটি।

আমির বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই নিয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেছেন, প্রকৃতি মানুষের বশে নয়। বন্যার্তদের সাহায্য করার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তিনি প্রত্যেকের কাছে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাধ্যমতো দান পাঠানোর আর্জি জানিয়েছেন।

আমির জানিয়েছেন, তিনিও মুখ্যমন্ত্রীর তহবিলে দান করবেন।