গ্রন্থসাহেবের সঙ্গে দলীয় ইস্তেহারের তুলনা, পঞ্জাবে আশিস খৈতানের বিরুদ্ধে এফআইআর
ABP Ananda, web desk | 07 Jul 2016 05:18 AM (IST)
নয়াদিল্লি: পঞ্জাব ভোটে ভাল ফল করার আশায় আম আদমি পার্টি যতই উজ্জীবিত থাকুক, একের পর এক বিতর্কে জড়িয়ে সময়টা তাদের মোটেই ভাল কাটছে না। কোরান ‘অপবিত্র’ করার অভিযোগ সামনে আসার পর এবার শিখদের ধর্মবিশ্বাসকে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আপ নেতা আশিস খৈতানের বিরুদ্ধে এ ব্যাপারে এফআইআর দায়ের করেছে একটি শিখ গোষ্ঠী। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে। রবিবার অমৃতসরে এক দলীয় সমাবেশে পার্টি ম্যানিফেস্টো হাতে নিয়ে খৈতান বলেন, এই ম্যানিফেস্টোই তাঁদের বাইবেল, গীতা ও গুরু গ্রন্থসাহেব। এরপরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা হওয়ায় মঙ্গলবার ক্ষমা চান তিনি। কিন্তু এরপরেও একইভাবে অবাঞ্ছিত বিতর্কে জড়িয়ে পড়ছে অরবিন্দ কেজরীবালের দল। এবার স্বর্ণমন্দিরের সঙ্গে তাদের দলীয় প্রতীয় ঝাঁটার ছবি দিয়ে আপ যে পোস্টার ছেপেছে, তা অত্যন্ত আপত্তিজনক বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিখরা। পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল দাবি করেছেন, এ ব্যাপারে কেজরীবালকে ক্ষমা চাইতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রী ‘মানসিকভাবে অসুস্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।