আশুতোষ কটাক্ষ করেন, নকল করতে গেলেও তো বুদ্ধির দরকার হয়। তাঁর দাবি, মোদীর বিএ মার্কশিটটি ১৯৭৮ সালের। কিন্তু ডিগ্রিটি ১৯৭৯ সালের! বিএ মার্কশিটে তাঁর নাম রয়েছে নরেন্দ্র কুমার দামোদরদাস মোদী। আর মাস্টার্স ডিগ্রিতে নাম দেখাচ্ছে নরেন্দ্র দামোদরদাস মোদী।
বিএ স্তরেও প্রধানমন্ত্রীর নাম-বিভ্রাট রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, একটি মার্কশিটে তাঁর নাম নরেন্দ্র কুমার দামোদরদাস মোদী। ডিগ্রির সার্টিফিকেটে তা বদলে হয়েছে নরেন্দ্র দামোদরদাস মোদী!
বিএ মার্কশিটেও পদবী মোদীর বানান এক জায়গায় রয়েছে Modi, আরেক জায়গায় Mody! দাবি করেন দিলীপ পান্ডে নামে আরেক আপ নেতা।
আশুতোষ বলেন, হলফনামা না দিয়ে কারও নামের কোনও অংশ বাদ দেওয়া যায় না। দাবি করেন, মোদী হলফনামা করে থাকলে তার কপি দেখান শাহ,জেটলিরা।