মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ, ফের গ্রেফতার এএপি বিধায়ক
ABP Ananda, Web Desk | 24 Jul 2016 07:35 AM (IST)
নয়াদিল্লি: ফের ফাটকে আম আদমি পার্টি বিধায়ক। এবং ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগে এএপি বিধায়ক আমানাতুল্লা খানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর এরপরেই কেজরী টুইট করে গোটা দোষ চাপিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ঘাড়ে। আমানাতুল্লা খান দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক। সংশ্লিষ্ট মহিলা ১০ তারিখ দক্ষিণ দিল্লির বাটলা হাউস এলাকায় আমানাতুল্লার বাড়ি যান এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে অভিযোগ করতে। তখন আমানাতুল্লার সাঙ্গোপাঙ্গোদের একজন তাঁকে হুমকি দেন, এ নিয়ে বেশি কথাবার্তা বললে দেখে নেওয়া হবে। আমানাতুল্লার নির্দেশেই তাঁকে এভাবে হুমকি দেওয়া হয় বলে মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরেও ওই মহিলা ফের পুলিশে অভিযোগ জানান, আমানাতুল্লা আবার তাঁকে হুমকি দিয়েছেন। এরপরেই রবিবার এএপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলার সম্মান নষ্টের অভিযোগ আনা হয়েছে।