নয়াদিল্লি: শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে চিঠি লিখে সব সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান। তিনি বলেছেন, একের পর অভিযোগের ব্যাখ্যা দিতে দিতে তিনি ক্লান্ত। সেই কারণেই পদত্যাগ করতে চান।

 

ওখলার বিধায়ক আমানাতুল্লাহ এ বছরের মার্চে দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে ওয়াকফ বোর্ডে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন শাখা এই অভিযোগের তদন্ত শুরু করেছে। এর আগে গত ২৪ জুলাই এক মহিলাকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হন এই বিধায়ক। ২৮ জুলাই তিনি জামিনে মুক্তি পান। বিতর্কিত এই বিধায়ক অবশেষে পদত্যাগ করলেন।