নয়াদিল্লি: বেসরকারি সংস্থার ম্যানেজারকে হেনস্থার অভিযোগ উঠেছে আম আদমি পার্টির বিধায়ক জগদীপ সিংহের বিরুদ্ধে। জগদীপকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, পুরসভার সঙ্গে চুক্তিবদ্ধ বর্জ্য পরিষ্কার করে এমন এক সংস্থার ম্যানেজারকে হেনস্থার অভিযোগ ওঠে জগদীপের বিরুদ্ধে। স্থানীয়দের সঙ্গে ওই সংস্থার কর্মীদের বিবাদ বাধে। তাতেই হস্তক্ষেপ করেন ওই বিধায়ক। তারপরই তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের হয়। প্রথমে গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে যান জগদীপ। যদিও আপ বিধায়কের দাবি, এসবই গুজব। টুইটারে তিনি লেখেন, তিনি বাড়িতেই ছিলেন। এ সবই গুজব। ঘটনার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রসঙ্গত, আপ বিধায়ক, যারা গ্রেফতার হয়েছেন, সেই তালিকায় জগদীপ সিংহ সপ্তম। এর আগে গ্রেফতার হয়েছেন জিতেন্দ্র সিংহ তোমর, মনোজ কুমার, সুরিন্দর সিংহ, সোমনাথ ভারতী, অখিলেশ ত্রিপাঠি এবং মহেন্দ্র যাদব। সেই তালিকায় এবার যুক্ত হল জগদীপ সিংহের নাম। .