নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির মেহরৌলির বিধায়ক নরেশ যাদবের বিরুদ্ধে কোরান ছেঁড়ার অভিযোগে এফআইআর হল। পঞ্জাবের সাংরুর জেলার এই ঘটনার অন্যতম অভিযুক্ত বিজয় কুমার দাবি করেছে, যাদবের নির্দেশমতোই কোরান ছিঁড়েছে সে, যাতে পঞ্জাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, ভোটে ফায়দা লোটে আম আদমি পার্টি। দিল্লিতে তল্লাশি চালিয়ে বিজয় কুমারের অডি গাড়ি থেকে পুলিশ কোরানের আরও ছেঁড়া পাতা উদ্ধার করেছে বলে অভিযোগ।

পঞ্জাবের সাংরুরের মালেরকোটলা শহরে ২৪ জুন নর্দমা থেকে কোরানের ছেঁড়া পাতা পাওয়া যায়। এরপরই উত্তেজিত জনতা বাসে বাসে আগুন ধরাতে শুরু করে। অকালি দলের বিধায়ক ফারজানা আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, গুলিও ছোঁড়া হয় পুলিশের দিকে। এই ঘটনায় বিজয় কুমার, নন্দকিশোর গোল্ডি ও গৌরব নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাদের জেরা শুরু হলে দেখা যায়, ঘটনার মূল আরও গভীরে প্রোথিত। অভিযুক্তরা দাবি করে, দিল্লির আপ বিধায়ক নরেশ যাদবের নির্দেশেই এই কাজ করেছে তারা, যাদব বলেছিলেন, ঠিকমতো কাজ করতে পারলে তাদের ১ কোটি টাকা দেওয়া হবে।

এতেই শেষ নয়, অভিযুক্তরা আরও দাবি করে, যাদব তাদের জানিয়েছেন, ২০১৭-র পঞ্জাব বিধানসভা ভোটে যে কোনও মূল্যে জিততে চায় আম আদমি পার্টি। তাই আপাতত তাদের লক্ষ্য, রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে ক্ষমতাসীন অকালি- বিজেপি সরকার ও বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে মানুষের বিরক্তি জন্মানো, যাতে সকলে আপকে ভোট দেয়। কোরানের পর কোনও হিন্দু ধর্মীয় গ্রন্থ অপবিত্র করার টার্গেট ছিল তাদের। যাদব তাদের বলেছিলেন, কোরান অপবিত্র করার কাজ ঠিকমতো করতে পারলে আরও ‘অ্যাসাইনমেন্ট’ দেওয়া হবে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, যাদবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে যাবে তারা।

আম আদমি পার্টি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোটে পরাজয়ের গন্ধ পেয়েই তাদের বিরুদ্ধে এ সব রটাচ্ছে অকালি- বিজেপি। যাদবও দাবি করেছেন, বিজয় কুমারকে তিনি চেনেনই না।