দিল্লি পুরভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিলেন আপ বিধায়ক বেদপ্রকাশ সতীশ

Continues below advertisement

নয়াদিল্লি: ফের আম আদমি পার্টিতে ভাঙন। এবার বিজেপিতে যোগ দিলেন আপ বিধায়ক বেদপ্রকাশ সতীশ।

Continues below advertisement

সোমবার, দিল্লির দফতরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। গেরুয়া শিবিরে যোগ দিয়েই আম আদমি পার্টিকে তুলোধনা করেন বেদপ্রকাশ।

দলছাড়ার কারণ হিসেবে বেদপ্রকাশ জানান, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমি আপ-এ হাঁপিয়ে উঠছিলাম। তাঁর দাবি, আপের প্রায় ৩৫ জন বিধায়ক দলীয় নেতৃত্বে খুশি নয়।

দলত্যাগ করায় স্বাভাবিকভাবেই খারিজ হতে চলেছে বেদপ্রকাশের বিধায়ক পদ। এই প্রসঙ্গে বাওয়ানার বিধায়ক জানান, তিনি বিধানসভার স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করবেন।

তাঁর অভিযোগ, গত ২ বছরে তাঁর কেন্দ্রে কোনও কাজই করতে পারেনি অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন আপ সরকার। তিনি এ-ও বলেন, সরকারের কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।

এদিকে, বেদপ্রকাশ যোগ দেওয়ায় দিল্লিতে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে, আগামী মাসেই দিল্লিতে হতে চলেছে পুর-নির্বাচন। তার আগে, বিধায়কের দলত্যাগ যে কেজরীবালের দলের ভাবমূর্তিতে জোর ধাক্কা দেবে, সেই বিষয়ে সন্দেহ নেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola