গত ৪ বছরে বলেছেন মাত্র ১৯ বার! মোদীর সংসদে 'অনুপস্থিতি'র প্রতিবাদে দিল্লি হাইকোর্টের জনস্বার্থ পিটিশন আপ এমপি-র
Web Desk, ABP Ananda | 12 Jun 2018 06:03 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে গরহাজিরার অভিযোগে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ পিটিশন আমআদমি পার্টির (আপ) রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংহের। প্রধানমন্ত্রী সংসদে দিনের পর দিন অনুপস্থিত থাকেন বলে অনুযোগ করেছেন তিনি। গতকালই দলছুট আপ বিধায়ক কপিল মিশ্র একই অভিযোগে পিটিশন পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে। বলতে গেলে, তারই পাল্টা আজকের পিটিশন সঞ্জয়ের। আদালত বুধবার তার শুনানি নির্ধারিত করেছে। সঞ্জয় বলেছেন, গত ৪ বছরে প্রধানমন্ত্রী মোদী সংসদে বলেছেন মাত্র ১৯ বার। একটি সরকারি বিল নিয়ে বলেছেন মাত্র একবার, পাঁচবার নিজের মন্ত্রীদের সংসদে পরিচয় করিয়েছেন, ৬ বার বলেছেন ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর, দুবার বলেছেন বিশেষ আলোচনায় অংশ নিয়ে। এই উনিই গত চার বছরে দেশব্যাপী ৮০০টি জনসভা করেছেন। সঞ্জয় এও বলেছেন, বিরোধীরা নোট বাতিল, দ্রব্যমূল্যবৃদ্ধি, কৃষক আত্মহত্যা, বেকারি, ব্যাঙ্ক কেলেঙ্কারি, গণপিটুনিতে হত্যা, মহিলা সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁকে সংসদে বলার জন্য বারবার আবেদন করেছেন। তবুও উনি চুপ। প্রতি ১৪ দিন বাদে তিনি মন কী বাত ভাষণ দেন রেডিওতে, কিন্তু সংসদে বলেন না। এমনকী সংসদে নিজের ঘরে উপস্থিত থাকলেও সভায় আসেন না। আদালতকে প্রধানমন্ত্রীকে নিয়মিত সংসদে এসে সদস্যদের প্রশ্নের জবাব দিতে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন আপ নেতাটি।