নয়াদিল্লি: শেষ পর্যন্ত কুমার বিশ্বাসের সঙ্গে রফা করে দলে ঘরোয়া বিবাদ মেটালেন অরবিন্দ কেজরীবাল। কুমারকে আরএসএস-বিজেপি এজেন্ট বলে আক্রমণ করেছিলেন যে আমানাতুল্লাহ খান, ওখলার সেই দলীয় বিধায়ককে সাসপেন্ড করল আমআদমি পার্টি (আপ)। রাজনৈতিক মহলের ধারণা, কুমারের ক্ষোভ প্রশমনেই এই পদক্ষেপ।


পাশাপাশি কুমারের বিরুদ্ধে খানের সাম্প্রতিক ঝড় তোলা মন্তব্য খতিয়ে দেখতে একটি শৃঙ্খলাবিষয়ক কমিটিও গড়েছে কেজরীবালের দল।
কুমারকে বিজেপি-আরএসএস চর তকমা দিয়ে তিনি দলে অভ্যুত্থানের ছক কষছেন বলে খান অভিযোগ করার পর পাল্টা মুখ খোলেন কুমারও। প্রকাশ্যে বলেন, খান আসলে মুখোশ, কেজরীবালকে কেন্দ্র করে একটি চক্র তৈরি হয়েছে, যার হয়ে কাজ করছেন। গতকাল প্রায় কান্নায় ভেঙে পড়েন কুমার, গাজিয়াবাদের বাড়ির বাইরে সাংবাদিকদের সামনে, দল ছাড়ার প্রচ্ছন্ন হুমকিও দেন।
রাতেই কুমারকে ঠান্ডা করতে গাজিয়াবাদের বাড়িতে পা রাখেন কেজরীবাল, উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। সেখান থেকে তাঁরা আসেন কেজরীবালের বাসভবনে। গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। সোমবারই দলের রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি থেকে পদত্যাগ করেছিলেন খান। কুমার দাবি করেন, তাঁকে বিজেপি-সঙ্ঘের চর বলায় শাস্তি চাই খানের।
এদিন সকালে কেজরীবালের বাসভবনে টানা তিন ঘন্টা আলোচনার পর এও ঠিক হয়, কুমারকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে। শিসোদিয়া সাংবাদিকদের জানান, সামনের বছরই বিধানসভা ভোট রাজস্থান। কুমারকে সেখানে পার্টির ইন চার্জ করা হল।