নয়াদিল্লি: শুক্রবার দিল্লি দূষণ নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সেই বৈঠকে আমন্ত্রিত ৩০ জনপ্রতিনিধির মধ্যে হাজির হলেন স্রেফ ৪ জন। যার ফলে পিছিয়ে গেল বৈঠক। বিজেপির সাংসদ জগদম্বিকা পাল, সিআর পাতিল, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ ও ন্যাশনাল কনফারেন্সের হাসনইন মাসুদি ছাড়া ওই বৈঠকে আর কোনও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। আমন্ত্রিত থাকলেও বৈঠকে গরহাজির ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এবং পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। কেন এলেন না, এই প্রশ্নেই গৌতমকে আক্রমণ করল আপ।


ইন্দৌরে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে। ধারাভাষ্যের ফাঁকে তাঁকে দেখা গিয়েছে ভিভিএস লক্ষ্মণ ও যতীন সপ্রুর সঙ্গে জিলিপি খেতেও। সেই ছবি আবার পোস্ট করেছেন ভিভিএস। এরপরই গৌতম গম্ভীরের বৈঠকে গরহাজিরাকে কাঠগরায় দাঁড় করিয়ে তোপ দাগে আপ।  “সপ্তাহখানেক আগেই বৈঠকের কথা জানিয়ে দেয় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। দিল্লির দূষণ নিয়েই যে আলোচনা হবে, তা পরিষ্কার ছিল। এরপরও পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর বৈঠকে এলেন না। তিনি ইন্দৌরে আনন্দ করছেন।”





পাল্টা অরবিন্দ কেজরিবালের বিরুদ্ধে তোপ দেগে ট্যুইট করেন গৌতম। তিনি লেখেন, “আমার বিশ্বাস, আমার লোকসভা কেন্দ্রের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ আমার কাজ দিয়েই আমাকে বিচার করবে। যদি আমাকে গালাগাল করে দিল্লির দূষণ কমে, তাহলে আপ মন খুলে তা করতে পারে।”