দিল্লি মেট্রোর ভাড়াবৃদ্ধি: ৭ বিজেপি এমপি-র বাসভবন ঘেরাও করবে আপ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2017 07:47 PM (IST)
নয়াদিল্লি: মেট্রোর ভাড়া বেড়ে যাওয়ায় দিল্লির সাত বিজেপি এমপি-র বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাবে আমআদমি পার্টি (আপ)। আজ শনিবার তাদের কেন্দ্রীয় মন্ত্রী তথা চাঁদনি চকের সাংসদ হর্ষ বর্ধনের বাসভবন ঘেরাও করার কথা।
আগামীকাল পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মহেশ গিরির বাসভবন তাদের টার্গেট। ১৬ থেকে ২১ অক্টোবরের মধ্যে তারা বিক্ষোভ দেখাবে উত্তরপশ্চিম দিল্লির এমপি উদিত রাজ, দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিধুরি, পশ্চিম দিল্লির এমপি পরবেশ ভার্মা, নয়াদিল্লির এমপি মীনাক্ষী লেখি, উত্তরপূর্বের এমপি মনোজ তেওয়ারির বাসভবনের বাইরে।
গতকাল আপের দিল্লি ইউনিটের আহ্বায়ক ও দিল্লির শ্রমমন্ত্রী গোপাল রাইয়ের নেতৃত্বে দলীয় নেতা, কর্মীরা নির্মাণ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। নির্মাণ ভবনেই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের কার্যালয়।
অ্যাপ নির্ভর ট্যাক্সি অপারেটর ওলা, উবেরকে ফায়দা তোলার সুযোগ করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকার দিল্লি মেট্রোর ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ আপের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -