নয়াদিল্লি: বিষ খেয়ে আত্মঘাতী আম আদমি পার্টির এক সক্রিয় মহিলাকর্মী। এই ঘটনায় দলেরই এক সদস্যের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তাঁর পরিবার। তাদের মেয়েকে হেনস্থা করেও জামিনে ছাড়া পেয়ে যায় রমেশ ওয়াধা নামে ওই ব্যাক্তি। এতেই অবসাদগ্রস্থ হয়ে মৃত্যুর পথ বেছে নেন তিনি, এমনটাই অভিযোগ পরিবারের।
পুলিশ জানিয়েছে, নারেলায় নিজের বাড়িতেই বিষ খান ওই মহিলা। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, রমেশ ওয়াধা নামে ওই ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। গত জুন মাসে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গ্রেফতার হলেও পরে জামিনে ছাড়া পেয়ে যায় রমেশ। মহিলার পরিবার পুলিশকে জানিয়েছে, এরপরই অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি।
দিল্লির বিজেপি প্রেসিডেন্ট সতীশ উপাধ্যায় জানিয়েছেন, হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে ওই কর্মী। ওই ঘটনা আপ-এর নারী-বিরোধী চরিত্রকে দেখিয়ে দিয়েছে। ওই মহিলার মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং স্থানীয় বিধায়ক এমএলএ শরদ চৌহান।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আপ। তাদের দাবি, একটা গরিব মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। এটা উচিত নয়। মহিলাকে হেনস্থার সঙ্গে দলের কোনও যোগ নেই। ওই বিধায়কের বিরুদ্ধেও কোনও অভিযোগ নেই।
.
দলের কর্মীর হাতে 'শ্লীলতাহানি', আত্মঘাতী আপ-এর মহিলা সদস্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2016 04:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -