এলাহাবাদ: আরুষি হত্যা মামলায় মূল অপরাধী তাঁর মা নূপুর তলোয়ারের ৩ সপ্তাহের প্যারোল মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট। মেয়েকে এবং বাড়ির পরিচারক হেমরাজকে খুনের অপরাধে ২০১৩ সালের নভেম্বরে নূপুর এবং তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত।
জানা গিয়েছে, মায়ের শরীর খারাপ হয়ে পড়ায় এবং ভাইরা দেশে না থাকায় প্যারোলে মুক্তির আর্জি জানান নূপুর। বিচারপতি বিকে নারায়ণ এবং একে মিশ্রর ডিভিশন বেঞ্চ নূপুরের আর্জি মতো তাকে তিন সপ্তাহের জন্য প্যারোলে ছাড়ার অনুমতি দিয়েছে। কোর্ট জানিয়েছে, ভাইরা দেশে না ফেরা পর্যন্ত মায়ের দেখভাল করার জন্য প্যারোলে ছাড়া হচ্ছে নূপুরকে।
উল্লেখ্য, ২০০৮ সালে ১৪ বছরের মেয়ে আরুষি খুন হয়। পেশায় দন্ত চিকিত্সক এই দম্পতিকে এই খুনে দোষী সাব্যস্ত হন। বাড়ির মধ্যেই মেয়ে এবং পরিচারককে খুন করেন তাঁরা। দুদিন পর ছাদ থেকে উদ্ধার হয় মেয়ের দেহ। এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।
আরুষি হত্যা: নূপুর তলোয়ারের ৩ সপ্তাহ প্যারোল মঞ্জুর করল হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2016 04:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -