নয়াদিল্লি: নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। লোকসভাকে এই তথ্য আজ জানিয়েছে সরকার।
এক লিখিত জবাবে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর পর্যন্ত ১,৬৯৫.৭ কোটি ৫০০ টাকার নোট ছাপা হয়েছে। এতগুলি নোট ছাপতে ৪,৯৬৮.৮৪ কোটি টাকা খরচ হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক ৩৬৫.৪ কোটি নতুন ২,০০০ টাকার নোট ছাপানো হয়েছে। এতে খরচ হয়েছে ১,২৯৩.৬ কোটি টাকা।
১৭৮ কোটি ২০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে ৫২২.৮৩ কোটি টাকা।
মন্ত্রী আরও জানিয়েছেন, নোট বাতিলের পর নতুন নকশার ৫০,২০০, ৫০০ ও ২,০০০ টাকার নোট চালু করা হয়েছে।
অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে সরকারের ঘরে রিজার্ভ ব্যাঙ্ক থেকে উদ্বৃত্ত হস্তান্তরের পরিমাণ কমে হয়েছে ৩৫,২১৭ কোটি টাকা। নতুন নোট ছাপার খরচের জন্যই এই উদ্বৃত্ত হস্তান্তরের পরিমাণ কমেছে। ২০১৫-১৬ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক ৬৫,৮৭৬ কোটি টাকা হস্তান্তর করেছিল। ২০১৬-১৭ তে ওই পরিমাণ ৩০,৬৫৯ কোটি টাকা কমেছে।
উল্লেখ্য, ২০১৬-র ৮ নভেম্বর কেন্দ্র ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল। সবমিলিয়ে মোট চালু নোটের ৮৬ শতাংশ বাতিল হয়ে গিয়েছিল। বাতিল নোটের ৯৯ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে ফেরত এসেছে।
নতুন ৫০০ টাকার নোট ছাপতে খরচ প্রায় ৫ হাজার কোটি টাকা
ABP Ananda, web desk
Updated at:
18 Dec 2017 07:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -