চেন্নাই: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জোর সমর্থন করলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। জানালেন, এটা ছিল বর্তমান সময়ের চাহিদা। ধারা বিলোপের পরবর্তী অধ্যায়ে উপত্যকায় সন্ত্রাসবাদের অবসান ঘটবে বলে আবার আশাপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বেঙ্কাইয়া বলেন, জাতীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এই বিষয়টির বিচার করা উচিত। দেশবাসীর উচিত এক্ষেত্রে জম্মু-কাশ্মীরের পাশে দাঁড়ানো। তাঁর মতে, দেশের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই ধারা বিলোপ হওয়ার প্রয়োজন ছিল। উপরন্তু, তা জম্মু-কাশ্মীরের উপকারেও আসছিল না।
রবিবার, চেন্নাইয়ে নিজের একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন বেঙ্কাইয়া। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আবার জানালেন, ধারা বিলোপের ফলে, উপত্যকায় সন্ত্রাসবাদের অবসান ঘটবে। তিনি বলেন, এর ফলে একদিক যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে, তেমন অন্যদিকে রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাবে।
চলতি সপ্তাহেই, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার প্রস্তাবে ছাড়পত্র মিলেছে সংসদে। রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই পাস হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। মিলেছে রাষ্ট্রপতির সম্মতিও। জম্মু-কাশ্মীর ও লাদাখ ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে ভারত।
৩৭০ ধারা বিলোপ: সময়ের চাহিদা, বললেন বেঙ্কাইয়া, সন্ত্রাসের অবসান হবে, দাবি অমিতের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2019 02:51 PM (IST)
রবিবার, চেন্নাইয়ে নিজের একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন বেঙ্কাইয়া।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -