নেহরার ছিটকে যাওয়া বড় ধাক্কা, বলছেন ইয়ন মরগ্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2016 11:16 AM (IST)
রায়পুর: এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের অন্যতম ভরসা আশিস নেহরা ছিটকে যাওয়ায় দলের ক্ষতি হয়েছে বলে মত ইয়ন মরগ্যানের। শুক্রবার দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে সানরাইজার্স। এরপর সাংবাদিক বৈঠকে মরগ্যান বলেছেন, এই মরশুমে ধারাবাহিকভাবে ভাল বল করা নেহরা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে যাওয়ায় দল সমস্যায় পড়ে গিয়েছে। ১৫ মে কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছে নেহরা। তাঁর বদলে দলে সুযোগ পাওয়া বারিন্দর স্রান অবশ্য ভাল বল করছেন, উইকেট নিচ্ছেন। এই ভারতীয় বোলারের প্রশংসা করলেও, নেহরার অভাবের কথা বলছেন মরগ্যান। তাঁর মতে, দল এই ম্যাচ জেতার সুযোগ পেয়েছিল। কিন্তু তাঁরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। সেই কারণেই হারতে হয়েছে। এবারের আইপিএল-এ সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে মরগ্যান এই অসি ক্রিকেটারের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর মতে, প্রত্যেকেরই নিজস্ব ধরন আছে। ওয়ার্নার নিজের মতো করে দলকে নেতৃত্ব দিচ্ছেন। রায়পুরের আউটফিল্ড বেশ বড়। সেখানে প্রথমে ব্যাট করে ১৫৯ রান করেও ম্যাচ হেরেছে সানরাইজার্স। মরগ্যানের মতে, তাঁরা জেতার মতোই রান করেছিলেন। কিন্তু দিল্লির ব্যাটসম্যান করুণ নায়ার অসাধারণ ব্যাট করেছেন। তাঁর ৮৩ রানই দলকে জিততে সাহায্য করেছে।