১৬ বছর পুরনো তোলাবাজি মামলায় আবু সালেমের ৭ বছর কারাদণ্ড
Web Desk, ABP Ananda | 07 Jun 2018 03:38 PM (IST)
নয়াদিল্লি: ১৬ বছর পুরনো একটি তোলাবাজির মামলায় গ্যাংস্টার আবু সালেমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল দিল্লির একটি আদালত। ২০০২ সালে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার ব্যবসায়ী অশোক গুপ্তর থেকে ‘সুরক্ষা-অর্থ’ হিসেবে ৫ কোটি টাকা দাবি করে আবু সালেম। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত সালেমকে গত ২৬ তারিখ দোষী সাব্যস্ত করেছিল। এদিন রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক তরুণ শেরাওয়াত। তবে সালেম সাজা পেলেও, তথ্যপ্রমাণের অভাবে মামলা থেকে বেকসুর খালাস পেয়ে যায় বাকি অভিযুক্ত-- চঞ্চল মেটা, মাজিদ খান, পবন কুমার মিত্তল এবং মহম্মদ আশরাফ। সজ্জন কুমার সোনি নামে আরেক অভিযুক্তের মৃত্যু হয়েছে। ২০০৫ সালের নভেম্বর মাসে পোর্তুগাল থেকে ভারতে প্রত্যর্পণ করা হয় সালেমকে। তার বিরুদ্ধে ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ সহ একাধিক মামলা চলছে। বর্তমানে, নভি মুম্বইয়ের তালোজা জেলে বন্দি আবু সালেম।