অভিযুক্তরা গতকাল শ্রী গুরু তেগ বাহাদূর খালসা কলেজের কাছে দুই আইসা কর্মীকে মারধর করে বলে অভিযোগ।
এবিভিপি-র জাতীয় সংবাদমাধ্যম কনভেনর সকেত বহুগুণা অভিযুক্ত দুই পড়ুয়ার নিন্দা করে হিংসা-মুক্ত ক্যাম্পাসের পক্ষে সওয়াল করেছেন। তিনি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই দুই ছাত্রকে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য অভ্যন্তরীন তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সকেত।
উল্লেখ্য, গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টি থেকে এবিভিপি বিরোধী মিছিল শেষ হওয়ার পর ফেরার পথে ওই দুই আইসা সদস্যের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনাস্থল থেকেই প্রশান্ত ও বিনায়ককে পাকড়াও করে পুলিশ।