বরেলি: এবার এবিভিপি সদস্যদের গুন্ডামি আছড়ে পড়ল বরেলি কলেজে।


আরএসএস-এর ছাত্র সংগঠনের অভিযোগ, রবিবার কলেজে একটি আলোচনাসভায় বক্তৃতা রাখার সময় আরএসএস প্রতিষ্ঠাতা এম এস গোলওয়ালকর এবং বর্তমান প্রধান মোহন ভগবতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌথিরাম যাদব।


পুলিশ জানায়, যাদবের মন্তব্যের বিরুদ্ধে এবিভিপি সদস্যরা মারমুখী মেজাজে কলেজে ঢুকে ভাঙচুর চালায়। যার জেরে ওই আলোচনাসভা বাতিল করা হয়। পরিস্থিতি সামাল ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। নিরাপত্তায় মোতায়েন হয়েছে আধা-সামরিক বাহিনীও।


এবিভিপি সদস্যরা স্লোগানে দাবি জানায়, তারা কলেজকে আরেকটি জেএনইউ হতে দেবে না। এসবের মধ্যেই আয়োজকরা নিরাপত্তা দিয়ে ওই অধ্যাপককে নিয়ে চলে যায়। রবিবার রাতে, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।


যদিও, নিজের মন্তব্যের জন্য পরে ক্ষমা চেয়ে নেন ওই অধ্যাপক। তিনি বলেন, তাঁর মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। তবে একইসঙ্গে এ-ও দাবি করেন, তিনি কোনওভাবে মোহন ভাগবতের নাম করেননি।