শ্রীনগর: জাতীয় সঙ্গীতের অসম্মানের অভিযোগ তুলে জম্মুতে একটি আন্তঃ-বিশ্ববিদ্যালয় ফুটবল ম্যাচ বানচাল করে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবিভিপি-র অভিযোগ, জাতীয় সঙ্গীত চলাকালীন কাশ্মীরী ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলছিলেন।
গতকাল জম্মু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ফুটবল ম্যাচ ছিল কাশ্মীরের ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ছাত্রদের। ম্যাচের মাঝপথে বেলা ১১টা নাগাদ জম্মু বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে হাজির হন এবিভিপি সমর্থক ছাত্ররা। স্লোগান দিতে দিতে তাঁরা ধর্নায় বসে পড়েন।
একটি ছবি দেখিয়ে এবিভিপি দাবি করে, ৩ তারিখ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ২জন কাশ্মীরী ছাত্র নিজেদের মধ্যে কথা বলছিলেন। কাশ্মীরী ছাত্রদের অভিযোগ, খেলার মাঝে আবার জাতীয় সঙ্গীত বাজানোর দাবি করে এবিভিপি। জাতীয় সঙ্গীত শুরু হলে অন্যদের মত কাশ্মীরীরাও দাঁড়িয়ে পড়েন কিন্তু এবিভিপি এরপরেও ম্যাচ হতে দেয়নি।
এবিভিপি দাবি করে, যতক্ষণ না কাশ্মীরী ছাত্ররা ক্ষমা চাইছেন, ততক্ষণ খেলা হতে দেওয়া হবে না। পরে ভলিবল ফাইনালও আটকে দেয় তারা।
এবিভিপি-র এই আচরণে ক্ষোভপ্রকাশ করেছে জম্মু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় সঙ্গীতের অসম্মান করেছে কাশ্মীরী ছাত্ররা: অভিযোগ তুলে জম্মু বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ পণ্ড করল এবিভিপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 01:48 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -