যদিও গত ২৮ ফেব্রুয়ারি বাম ছাত্র সংগঠনগুলির মিছিলের পাল্টা হিসেবেই এই মিছিল বলে মনে করা হচ্ছে।
মিছিল শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যায় পুলিশ ও আধা সেনা বাহিনী মোতায়েন করা হয়। তবে নিরাপত্তাকর্মীদের তাছে কোনও হাতিয়ার বা লাঠি নেই। তবে কোনওরকম জরুরি অবস্থায় প্রয়োজনে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হবে।
এই মিছিলে অংশ নিতে শয়ে শয়ে এবিভিপি কর্মী-সমর্থক উপস্থিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি থেকে শুরু হয়ে মেট্রো স্টেশন, খালসা কলেজ, মিরান্ডা হাউস, এমআরসিসি, দৌলতরাও কলেজ, রামজশ কলেজ, ল ফ্যাকাল্টি হয়ে ঘুরে আর্টস ফ্যাকাল্টির কাছে বিবেকানন্দের মূর্ত্তির পাদদেশে শেষ হবে।