৬টি শীর্ষ পদেই জয়, ৮ বছর বাদে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবিভিপি-র দখলে
Web Desk, ABP Ananda | 08 Oct 2018 03:06 PM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়জয়কার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)। সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সংস্কৃতি সম্পাদক সহ সংসদের শীর্ষ ৬টি পদেই জিতেছেন আরএসএস-বিজেপি অনুগামী সংগঠনের প্রার্থীরা। দীর্ঘ আট বছর বাদে তারা ছাত্র সংসদ দখল করল বলে জানিয়েছেন তেলঙ্গানা এবিভিপি-র সদস্য সুশীল। এবার এবিভিপি ভোটে লড়ে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ফেডারেশন, সেভালাই বিদ্যার্থী দল নামে দুটি সংগঠনের সঙ্গে জোট করে। এবার ত্রিমুখী লড়াই হয়েছে। এবিভিপি জোটের বিরুদ্ধে আলাদা ভাবে লড়াই করে একজিকে এসএফআই, অন্যদিকে অম্বেডকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বহুজন স্টুডেন্টস ফ্রন্ট, দলিত স্টুডেন্টস ইউনিয়ন ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার তৈরি জোট। ৩৯০০-র বেশি পড়ুয়া ভোট দিয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন এবিভিপি জোটের প্রার্থী পিএইচডি স্কলার আরতি নাগপাল। সহ সভাপতি পদে জয়ী তাদের প্রার্থী অমিত কুমার। সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ধীরাজ সংযোগী ও প্রবীণ কুমার। সংস্কৃতি সম্পাদক হয়েছেন অরবিন্দ এস কুমার। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন নিখিল রাজ কে। ২০১৭-য় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিল এসএফআই, অম্বেডকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, দলিত স্টুডেন্টস ইউনিয়ন ও আরও কয়েকটি গোষ্ঠীকে নিয়ে গঠিত অ্যালায়েন্স ফর সোস্যাল জাস্টিস-এর দখলে।