কলকাতা:  প্রায় ১২ ঘণ্টা এসি বিকল থাকায় পণ্ডিচেরী এক্সপ্রেসে দুর্ভোগে যাত্রীরা। হাওড়া স্টেশনে পৌঁছে ক্ষোভ প্রকাশ। বুধবার দুপুরে পণ্ডিচেরী থেকে ওই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই এসি এ/১ কোচের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি বিকল ছিল। অনলাইনে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় যাত্রীরা। কিন্তু, প্রায় ১২ ঘণ্টা পরও এসি ঠিক না হওয়ায় রানিকুন্ডা স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান।

অভিযোগ, এখানে রেল পুলিশের তরফে তাঁদের হেনস্থা এবং মারধর করা হয়। পরে বিজয়ওয়ারা স্টেশনে কয়েকজন যাত্রীকে অন্য এসি কোচে স্থানান্তরিত করে রেল কর্তৃপক্ষ।