নয়াদিল্লি: জুনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময়, প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্যে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণে সারা দিয়েছেন ইভাঙ্কা। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি দিয়ে সেকথা জানানো হয়েছে। জানা গিয়েছে, গ্লোবাল এন্ট্রিপ্রিনিউয়ারশিপ সামিটের জন্যে নভেম্বরের শেষ সপ্তাহে হায়দরাবাদ আসবেন মার্কিন প্রেসি়ডেন্ট কন্যা। সূত্রের খবর, ওই সামিটে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী মোদীরও।
২০১০ সালে এই গ্লোবাল সামিটটি চালু করেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই নিয়ে অষ্টমবারের জন্যে জিইএস-এর আয়োজন করা হচ্ছে। তবে এই প্রথমবারের জন্যে সামিটটি ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।
ইভাঙ্কা এবারের সামিটে মার্কিন প্রতিনিধিদের প্রধান হয়ে ভারতে আসছেন। গত এক মাসে নয়াদিল্লি, ওয়াশিংটন এবং হায়দরাবাদে একাধিক বৈঠকে বসে এই সামিট সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে। তারপরই ইভাঙ্কার এখানে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
সূত্রের খবর, কূটনৈতিক স্তরেও ইভাঙ্কার এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সম্মেলনটি নীতি আয়োগ, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং অন্ধ্রপ্রদেশ সরকার যৌথভাবে আয়োজন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই সম্মেলনটি যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে ত্রুটিহীন ভাবে আয়োজন করা হয়।
মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে নভেম্বরের শেষে হায়দরাবাদে আসছেন ইভাঙ্কা ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2017 04:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -