মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে পূর্বসূরী অটল বিহারী বাজপেয়ীকে টেনে আনলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। একটি অনুষ্ঠানে তাঁর কটাক্ষ, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ‘শাইনিং ইন্ডিয়া’-র ফলে বাজপেয়ীর যে অবস্থা হয়েছিল, ‘অচ্ছে দিন’-এর প্রতিশ্রুতির ফলে মোদীরও সেই অবস্থাই হবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী সনিয়া। বিজেপি-র উদ্দেশে তাঁর তোপ, ‘বিজেপি-র প্রধান সমস্যা হল ওরা অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়। কিন্তু কোন প্রতিশ্রুতি পালন করেছে? ওরা মানুষকে চাকরি, ১৫ লক্ষ টাকা করে দেওয়ার ইতিবাচক ছবি ফেরি করেছিল। সেক্ষেত্রে ওরা চরম হতাশ করেছে। ইন্ডিয়া শাইনিং যেমন আমাদের ক্ষমতায় এনেছিল, অচ্ছে দিনও সেরকমই হবে বলে আমার আশা।’
আগামী বছরের লোকসভা নির্বাচন প্রসঙ্গে সনিয়া বলেছেন, ‘আমরাই ফিরছি। আমরা ওদের (এনডিএ) ফিরতে দেব না। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দু’দফায় পাঁচ বছর করে ক্ষমতায় ছিল ইউপিএ। তাই সেবার প্রতিষ্ঠান-বিরোধিতা ছিল। মানুষ নতুন কাউকে চাইছিলেন। তাছাড়া অন্যান্য বিষয়ও ছিল। মোদী ও তাঁর দল যেভাবে নির্বাচনে লড়াই করেছিল, তার সঙ্গে আমরা পাল্লা দিতে পারিনি। বিজেপি-কে সব বিষয়ে টেক্কা দেওয়া আমাদের কাছে চ্যালেঞ্জের। আমি নিশ্চিত, সেটা আমরা করতে পারব।’
ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে সনিয়া বলেছেন, ‘এখন সবাই বুঝতে পারছেন, টুজি স্পেকট্রাম দুর্নীতির বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছিল। সংশ্লিষ্ট আধিকারিককে (তৎকালীন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) অবসর গ্রহণের পরেই কীভাবে আরামদায়ক পদে বসানো হল? এ বিষয়ে জবাব দিতে হবে।’
‘ইন্ডিয়া শাইনিং’-এর ফলে বাজপেয়ীর যা হয়েছিল, ‘অচ্ছে দিন’-এ মোদীরও সেই হাল হবে, হুঁশিয়ারি সনিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2018 06:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -