মুম্বই: মুম্বই পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। মৃত ১৭। আহতের সংখ্যা ৩৩। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ মহিলা।
সূত্রের খবর, একটি সুইফট গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে ড্রাইভার টায়ার বদলাচ্ছিলেন। খানিক দূরেই দাঁড়িয়ে ছিল একটি ইনোভা। সুইফট গাড়িটির চালককে সাহায্য করছিল তারা। সেই সময় খুব দ্রুতগতিতে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সুইফট ও ইনোভা গাড়ি দু’টিকে ধাক্কা মারে বাসটি। সেটিও ২০ ফুট নীচে পড়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। আহতদের উদ্ধার করে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মৃত ১৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2016 01:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -