রেলের পাতটি যখন কামরায় ঢোকে তখন প্রচণ্ড আওয়াজ হয়। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিউলের রেল পুলিশের আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, আহতদের কিউল রেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁদের চোট এতটাই গুরুতর যে একজনকে পটনা এবং অন্যজনকে লক্ষ্মীসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পূর্ব-মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ঝাঁঝা-কিউলের মধ্যে কিছুক্ষণের জন্য রেল চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।
এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কাও করা হয়েছে। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, পুরানো পাত রেল ট্রাকের পাশে রাখা হয়। কিন্তু এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি।