বেঙ্গালুরু: জলের পাম্পের মোটর চুরির অভিযোগে ১০ ঘণ্টা ধরে চলে ইলেকট্রিক শক। আর সইতে না পেরে শেষমেষ মারাই পড়ল বসির, কাগজ কুড়িয়ে দিন গুজরান করা বছর একুশের যুবক। তার দুই সঙ্গী আজমল ও আফিজুল্লা অল্প আহত হয়েছে।
বেঙ্গালুরুর ভারথুর এলাকার মুন্নেকোলালায় এই ঘটনা ঘটেছে। গত রবিবার বসির ও তার দুই বন্ধু স্থানীয় একটি গুদামে ঢুকে কিছু তার চুরি করে বলে অভিযোগ। পরদিন গুদাম মালিক বসুন রেড্ডি তাদের তুলে নিয়ে আসে ঝুপড়ি থেকে। গুদামে ঢুকিয়ে শুরু হয় অত্যাচার।
আজমল ও আফিজুল্লার অভিযোগ, বসুনের লোকেরা তাদের প্লস্টিকের পাইপ দিয়ে মারধর করে। তারপর বারবার ইলেকট্রিক শক দেয়। তাতেই মারা যায় বসির। স্থানীয় মানুষ জানিয়েছেন, চিৎকার শুনে তাদের বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু বসুনের লোকজনের হুমকিতে এগোতে পারেননি।
পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে দেখবে, সত্যিই ইচ্ছে করে বসিরকে ইলেকট্রিক শক দেওয়া হয় নাকি সে কোনও দুর্ঘটনায় পড়ে।
চুরির অভিযোগে ১০ ঘণ্টা ধরে ইলেকট্রিক শক, বেঙ্গালুরুতে কাগজকুড়ানি যুবকের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2017 12:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -