প্রয়াত খ্যাতনামা ধ্রুপদী গায়িকা কিশোরী আমনকর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2017 07:45 AM (IST)
মুম্বই: স্বল্প অসুস্থতার পর প্রয়াত হলেন স্বনামধন্য ধ্রুপদী গায়িকা কিশোরী আমনকর। তাঁর বয়স হয়েছিল ৮৪। গতকাল রাতে মধ্য মুম্বইতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও আমনকরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী বলেছেন, কিশোরী আমনকরের মৃত্যু ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে অপূরণীয় ক্ষতি। শিল্পীর প্রয়াণে গভীরভাবে শোকাহত। অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী সঙ্গীত গায়িকা মোগুবাই কুর্দিকরের মেয়ে কিশোরীর জন্ম ১৯৩২-এর ১০ এপ্রিল। মোগুবাই ছিলেন জয়পুর ঘরানার শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী আল্লাদিয়া খান সাহেবের শিষ্যা। অসামান্য প্রতিভাশালী কিশোরীও হিন্দুস্থানি সঙ্গীত ঘরানার প্রথম সারির নাম। জয়পুর ঘরানায় তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মায়ের কাছ থেকে নিজস্ব ঘরানার খুঁটিনাটিতে শিক্ষিত কিশোরী আমনকর তৈরি করেছিলেন তাঁর ব্যক্তিগত স্টাইল। অন্যান্য ঘরানার প্রভাবও পড়ে তাঁর গায়কীতে। সঙ্গীতের প্রাচীন পুঁথি ঘেঁটে তিনি আরও সমৃদ্ধ করে তোলেন জয়পুর ঘরানাকে। খেয়াল ছিল কিশোরী আমনকরের নিজস্ব বিচরণক্ষেত্র। তবে গেয়েছেন তুলনামূলকভাবে হালকা ঠুংরি, ভজন, আধ্যাত্মিক গীতি এমনকী সিনেমার গান। তবে যেভাবে কিশোরী রক্ষণশীল, নিয়মের নিগড়ে বাঁধা ওস্তাদি গানে বর্তমান জনপ্রিয় স্টাইল নিয়ে আসেন, তাতে সমালোচিতও হয়েছেন কয়েকটি মহলে। যদিও প্রতিটি ক্ষেত্রেই স্বকীয়তার ছাপ রেখেছেন তিনি। মধ্য মুম্বইয়ে প্রয়াত শিল্পীর বাসভবনে শেষ শ্রদ্ধা জানান সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ৮৪ বছরের গায়িকার শেষকৃত্য আজই সম্পন্ন হবে। দাদরে সমাধিভূমিতে শিল্পীকে সমাহিত করা হবে। অনুরাগীরা যাতে শেষশ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য কিশোরী আমনকরের মরদেহ প্রভাদেবী এলাকার রবীন্দ্র নাট্য মন্দিরে রাখা হয়েছে।