নয়াদিল্লি: দেশের সবচেয়ে ধনীদের তালিকায় উঠে এল যোগগুরু বাবা রামদেবের শিষ্য তথা পতঞ্জলি আয়ুর্বেদের সিইও আচার্য বালকৃষ্ণ। হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৬ অনুযায়ী, বালকৃষ্ণর সম্পত্তির পরিমাণ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এই তালিকায় রয়েছেন ৩৩৯ জন। তাঁদের মধ্যে ২৫ তম স্থানে রয়েছেন বালকৃষ্ণ।
বালকৃষ্ণর সম্পত্তি নিয়ে এই দাবি রীতিমত চমকপ্রদ। কেননা, কিছুদিন আগেই রামদেবের পতঞ্জলির টার্নওভার ছিল ৫ হাজার কোটি টাকা। ৫ বছর আগে বালকৃষ্ণ বলেছিলেন, তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই।
পতঞ্জলিতে বালকৃষ্ণর ৯৪ শতাংশ শেয়ার রয়েছে। রামদেব শুধুমাত্র প্রোমোটার হিসেবে পতঞ্জলির সঙ্গে যুক্ত। ২০১১-তে নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সিবিআই প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেছিল। যদিও পরে তিনি ক্লিনচিট পেয়ে যান।
দেশের ধনীদের তালিকায় পতঞ্জলির সিইও বালকৃষ্ণ
ABP Ananda, web desk
Updated at:
15 Sep 2016 09:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -