কালো টাকা মোকাবিলায় আগে সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন! মোদীকে কেজরীবাল
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 10:11 PM (IST)
নয়াদিল্লি: কালো টাকার কবল থেকে দেশকে বাঁচাতে হলে আগে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নরেন্দ্র মোদী, ‘সত্ ব্যবসায়ীদের হয়রানি করা’ বন্ধ করুন। দাবি করলেন অরবিন্দ কেজরীবাল। শনিবার সন্ধ্যায় এখানে আজাদপুর মান্ডি, লক্ষ্মী নগর ও গাঁধী নগর মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজাদপুর মান্ডির পাইকারী ব্যবসায়ীরা তাঁর কাছে নোট বাতিলের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নগদে কারবার করতে পারছেন না বলে অভিযোগ জানান। নোট বাতিলের নির্দেশ প্রত্যাহারের দাবি তুলে গাঁধী নগরে ব্যবসায়ীদের জমায়েতে কেজরীবাল বলেন, দুদিন আগে বড় অঙ্কের নোট বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিপাকে দেশের মানুষ। কেজরীবালের দাবি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পাশাপাশি নতুন ২ হাজার টাকার নোট চালু করে কালো টাকার মোকাবিলা করা যাবে না, বরং তা বেড়ে যাবে কেননা বড় অঙ্কের নোট থাকলে টাকা জমানো সহজ হয়ে যায়। আমআদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতার অভিযোগ, ‘বিজেপির বন্ধুদের অনেক আগেই’ নোট বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। তারা নিজেদের টাকা সরিয়ে ফেলার সুযোগ পেয়েছে, আর সাধারণ মানুষ চরম বিপদে পড়েছেন। তিনি বলেন, মোদীজীকে প্রশ্ন করতে চাই, কালো টাকা কি ব্যবসায়ীদের কাছে থাকে না অম্বানি-আদানির কাছে? কেন ধরছেন না অম্বানি-আদানিদের? ২০১১ সালেই কেন্দ্র ৬৪৮ জন সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর একটি তালিকা তৈরি করেছিল বলে দাবি করে কেজরীবাল বলেন, ওদের বিরুদ্ধে মোদী পদক্ষেপ করুন না। কংগ্রেস সরকার কিছু করেনি। মোদীও কিছু করছেন না কারণ সেই তালিকায় তাঁর বন্ধুরা আছেন। একমাত্র এইসব লোককে জেলে পাঠানো গেলেই কালো টাকার সমস্যা মিটবে।