নয়াদিল্লি: মুম্বই, দিল্লিতে তাঁর সরকারি অনুষ্ঠানে কী করে আমন্ত্রণ পেল খলিস্তানি সন্ত্রাসবাদী জসপাল অটওয়াল, হতবাক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। বিতর্ক মাথাচাড়া দেওয়ায় তিনি বলেছেন, খু্বই গুরুত্ব দিচ্ছি বিষয়টিকে। বিতর্কে উঠে আসা লোকটির কখনই আমন্ত্রণ পাওয়ার কথা নয়। যে ব্যক্তি, দপ্তর এজন্য দায়ী, তাকে দায় নিতে হবে। তিনি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ট্রুডো।
প্রসঙ্গত, অটওয়াল পঞ্জাবের এক মন্ত্রীকে হত্যায় দোষী সাব্যস্ত হন, তাঁর ২০ বছর কারাবাসের সাজা হয়।
অটওয়ালকে গত মঙ্গলবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডো ও কানাডার মন্ত্রী অমরজিত্ সোহির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হওয়ায় প্রশ্ন ওঠে, কে অটওয়ালকে ওখানে ডেকেছিল। ড্যামেজ কন্ট্রোলে নেমে কানাডার হাই কমিশনার নাদির পটেল দিল্লিতে নৈশভোজের আসরে অটওয়ালকে পাঠানো আমন্ত্রণ বাতিল করেন।
এর পাশাপাশি কানাডার বিদেশমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও জানান, ভারত ঐক্যবদ্ধ থাকবে, এটাই তাঁরা চান। ভারতের বৈচিত্র্য ও বহুত্ববাদী সমাজ তাঁদের কাছেও গর্বের বিষয়।
খলিস্তানি জঙ্গি আমন্ত্রণ পাওয়ায় দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, জানালেন ট্রুডো
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2018 09:28 PM (IST)
কানাডার প্রধানমন্ত্রাী জাস্টিন ট্রুডো
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -