লখনউ: ছাড়ার সময় সরকারি বাংলোর ক্ষতি করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের হুঁশিয়ারি দিল উত্তরপ্রদেশ সরকার।


যোগী সরকারের মুখপাত্র তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে ৪ বিক্রমাদিত্য মার্গের বাংলো খালি করতে গিয়ে যে ভাবে ভাঙাভাঙি করা হয়েছে, তা অসমর্থনযোগ্য। মন্ত্রীর দাবি, একটা বিষয় পরিষ্কার। তা হল, বাংলোর মধ্যে তিনি বেআইনি নির্মাণ করেছিলেন। যার জন্য তিনি কর্তৃপক্ষের অনুমতি নেননি। এর জন্য নির্দিষ্ট আইন আছে। আর আইন আইনের পথে চলবে।


প্রাক্তন মুখ্যমন্ত্রী খালি করে দেওয়ার পর, বাংলোর যে ভিডিও প্রকাশ পেয়েছিল, তাতে দেখা গিয়েছিল, একটি সাইকেল ট্র্যাকের ক্ষতি হয়েছে। এসি সরিয়ে নেওয়ার পর দেওয়ালে গর্ত হয়েছে এবং একটি ব্যাডমিন্টন কোর্টের ফ্লোরে নষ্ট হয়েছে। সেই সময় অখিলেশ অভিযোগ করেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ করছে বিজেপি।


সমাজবাদী পার্টি প্রধানের দ্বারা বাংলোর ক্ষয়ক্ষতি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার তদন্ত করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নির্দেশ দেন রাজ্যপাল রাম নায়েক। সম্প্রতি, বাংলোর হাল-হকিকৎ খতিয়ে দেখে রাজ্য এস্টেট অফিসারের কাছে ২৬৬-পাতার তদন্ত রিপোর্ট পেশ করে পুর্ত দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার।


সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। এরপরই, এদিন অখিলেশের বিরুদ্ধে তোপ দাগেন সিদ্ধার্থ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীদের জন্য বরাদ্দ সরকারি বাংলোর মেয়াদ আজীবন রাখার যে আইনি সংস্থান ছিল, তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।