কোয়েম্বত্তুর: ‘বিগ বস’-এর তামিল সংস্করণে সঞ্চালনা করার জন্য দক্ষিণী অভিনেতা কমল হাসানের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ দেখাল কয়েকটি হিন্দু সংগঠন। তাদের অভিযোগ, এই ধরনের অনুষ্ঠান তামিল ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
খবরে প্রকাশ, দলের সাধারণ সম্পাদক জগদীশণের নেতৃত্বে শক্তি সেনার সমর্থকরা অভিনেতার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁর গ্রেফতারির দাবি তোলে। সিঙ্গনাল্লুরে তারা কমল হাসানের ছবিও পোড়ায়। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার, আরেক সংগঠন হিন্দু মক্কল কাটচির সমর্থকরাও চেন্নাইতে কমল হাসানের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাঁদের অভিযোগ, ওই টিভি শো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। বিক্ষোভকারীদের দাবি, কমল হাসানের উচিত নয় এধরনের কাজে নিজেকে যুক্ত করা।
এখানেই থেমে থাকেনি সংগঠনের প্রতিবাদ। শো নিষিদ্ধ করার দাবি নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পাশাপাশি, শোয়ে ঝুপড়িবাসীদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে তামিল সংস্কৃতির ভাবাবেগে আঘাত করার জন্য হাসান ও অন্যান্য অভিনেতাদের গ্রেফতারের দাবিও করে তারা।
বিগ বস: কমল হাসানের ছবি পুড়িয়ে বিক্ষোভ হিন্দু সংগঠনের, আটক ৭
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2017 06:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -