পুরী: ওড়িশার কোনারকের সূর্য মন্দিরে প্রবেশ মূল্য বৃদ্ধির প্রতিবাদে টিকিট কাউন্টার বন্ধ করে দিলেন কোনারক সুরক্ষা সমিতি(কেএসএস) নামে এক সংগঠনের সক্রিয় কর্মীরা। এরফলে দুর্ভোগের শিকার পর্যটকরা। কোনারকে গিয়েও সূর্যমন্দিরে প্রবেশ করতে পারছেন না তাঁরা।


সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেশের ১১৬ টি হেরিটেজ সাইটের এন্ট্রি ফি বাড়িয়েছে। তার মধ্যে রয়েছে কোনারকের সূর্যমন্দিরও। সরকারি নির্দেশ অনুযায়ী, ভারতীয়দের জন্য প্রবেশমূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে হয়েছে ৩০ টাকা ও বিদেশীদের জন্য ২৫০ টাকা থেকে ৫০০ টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন কেএসএস-এর কর্মীরা।

এপ্রসঙ্গে কেন্দ্রের দাবি, টাকার পরিমান বাড়ালে শুধু যে আর্থিক উন্নতিই হবে, তা নয়, মন্দিরের পরিষেবাও আরও ভালো করা যাবে।

মন্দিরের সুরক্ষা এবং সংরক্ষণের কাজকর্মের সঙ্গে যুক্ত ওই সমিতি জানিয়েছে, অবিলম্বে এন্ট্রি ফি কমাতে হবে। যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চালিয়ে যাবেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।