জম্মু: কাশ্মীর উপত্যকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৌলবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করলেন সেনাপ্রধান বিপীন রাওয়াত। তাঁর মতে, সারা বিশ্বেই মৌলবাদ ছড়িয়ে পড়ছে। তাঁরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টির মোকাবিলা করছেন।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে মহিলাদের চুল কেটে নেওয়ার গুজব ঘিরে নতুন করে হিংসা ছড়াচ্ছে। তবে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সেনাপ্রধান। তাঁর বক্তব্য, এটা কোনও চ্যালেঞ্জ নয়। পুলিশ ও প্রশাসনই এই ঘটনার মোকাবিলা করবে। তবে মৌলবাদ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মৌলবাদ থেকে যাতে মানুষকে দূরে রাখা যায়, সেই চেষ্টা করছি আমরা। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মৌলবাদ ছড়াচ্ছে। জম্মু ও কাশ্মীর সরকার, পুলিশ, প্রশাসন সহ সবাই মৌলবাদ ছড়িয়ে পড়া নিয়ে চিন্তিত।’
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা অস্থিরতার সুযোগ নিচ্ছে কি না, এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন, সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করার জন্যই বিচ্ছিন্নতাবাদীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিশানা সোশ্যাল মিডিয়াকে, কাশ্মীরে মৌলবাদের মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে, বললেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2017 06:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -