নয়াদিল্লি: আধারের সঙ্গে স্কুল ছাত্রদের দেওয়া জাতি ও বাসস্থানের শংসাপত্র যুক্ত করতে সমস্ত রাজ্যগুলিকে বলল কেন্দ্র। আধারের ক্ষেত্রে কেন্দ্রের এ ধরনের উদ্যোগ প্রথম। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সময় পড়ুয়াদের দুমাসের মধ্যে এই শংসাপত্রগুলি প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতেও রাজ্যগুলিকে বলেছে কেন্দ্র।
উল্লেখ্য, তফশিলী জাতি ও উপজাতি পড়ুয়াদের সরকারি স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে বিলম্বের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়াও জাতি ও বাসস্থান সংক্রান্ত শংসাপত্র যোগাড় করার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের দুর্ব্যবহারের মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আধার সংক্রান্ত ওই নির্দেশ তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) আধার প্রদান করে। ১২ সংখ্যার এই কার্ড যে কোনও নাগরিকের পরিচয়, ঠিকানা সংক্রান্ত প্রমাণপত্র।
কেন্দ্র ও রাজ্য সরকারের সংরক্ষিত পদ ও পরিষেবা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহ অন্যান্য সুবিধা  তপশিলী জাতি ও উপজাতি প্রার্থীরা যাতে পেতে পারেন তা নিশ্চিত করাই জাতিগত শংসাপত্র প্রদানের উদ্দেশ্য।