নির্দেশ পেলে পশ্চিমবঙ্গ থেকে প্রিয়ঙ্কাকে রাজ্যসভায় পাঠাতে তৈরি, বললেন অধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2020 06:19 PM (IST)
প্রিয়ঙ্কা গাঁধীকে রাজ্যসভায় পাঠানো নিয়ে কংগ্রেসের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী সংসদে প্রিয়ঙ্কার প্রতিনিধিত্ব নিয়ে জোর সওয়াল করেছেন।
নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গাঁধীকে রাজ্যসভায় পাঠানো নিয়ে কংগ্রেসের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী সংসদে প্রিয়ঙ্কার প্রতিনিধিত্ব নিয়ে জোর সওয়াল করেছেন। তিনি বলেছেন, প্রিয়ঙ্কা গাঁধীর অবশ্যই রাজ্যসভাতে আসা উচিত। তিনি আরও বলেছেন, নির্দেশ পেলে প্রিয়ঙ্কাকে পশ্চিমবঙ্গ থেকেও রাজ্যসভায় পাঠানো যেতে পারে।
অধীর বলেছেন, লোকসভা বা রাজ্যসভার সাংসদ অবশ্যই হওয়া দরকার প্রিয়ঙ্কার। এবার তাঁর রাজ্যসভায় আসা উচিত। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও নির্দেশ আসেনি বলেও পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ জানিয়েছেন। তিনি বলেছেন, নির্দেশ পেলে পশ্চিমবঙ্গ থেকে প্রিয়ঙ্কাকে রাজ্যসভায় পাঠানোর চেষ্টা করা যেতে পারে।
এর আগে রাজস্থানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কংগ্রেস মহাসচিব অবিনাশ পান্ডে বলেন, সব রাজ্য থেকেই দাবি উঠছে যে, সেখান থেকে প্রিয়ঙ্কাকে রাজ্যসভায় পাঠানো হোক। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারাও প্রিয়ঙ্কাকে রাজ্যসভায় পাঠানোর দাবি তুলেছেন। প্রিয়ঙ্কা রাজ্যসভার সাংসদ হতে রাজি হন কিনা এবং রাজি হলে কোন রাজ্য থেকে তিনি সংসদের উচ্চকক্ষে যাবেন, তাই-ই এখন দেখার ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -