গোরক্ষপুর: রাজ্যের বিজেপি পদাধিকারী ও জনপ্রতিনিধিদের ঠিকাদারির কাজের বরাত না নেওয়ার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এদিন গোরক্ষপুরে বিজেপির আঞ্চলিক দফতরে দলীয় বৈঠকে আদিত্যনাথ জানান, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের ফলে দল ও কর্মীদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।


তিনি বলেন, দলের কোনও পদাধিকারী বা কোনও জনপ্রতিনিধি কোনও প্রকারের ঠিকাদারির কাজের বরাত নিতে পারবেন না। উল্টে, তাঁরা শুধু কাজ তদারকি করবেন। যদি, সেখানে কোনও গরমিল পান, তাঁরা এসে আমাকে জানাতে পারেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।


মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম গোরক্ষপুরে গিয়েছিলেন আদিত্যনাথ। তিনি বলেন, জয়ের ফলে অনেক কাজ বেড়েছে। দায়িত্ব বেড়েছে। রাজ্যের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছেন। এখন তাঁদের আশাপূরণ করা আমাদের কর্তব্য।


আদিত্যনাথ এখনও গোরক্ষপুরের সাংসদ রয়েছেন। এই প্রসঙ্গে তিনি দলের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সদস্যদের ২০১৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কাজ করার নির্দেশ দেন।


তিনি বলেন, আগামী ২ বছর রোদ-বৃষ্টি-ঠান্ডা উপেক্ষা করে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রত্যেক মানুষের কাছে পৌঁছয়।


আদিত্যনাথ মনে করিয়ে দেন, এর জন্য দিনে ১৮-২০ ঘণ্টা কাজ করতে হবে। যাঁরা পারবেন, তাঁরা স্বাগত। যাঁরা পারবেন না, বেরিয়ে যেতে পারেন। কারণ, মজা করার সময় শেষ।