গতকালই উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক কাসগঞ্জের ঘটনাবলীকে রাজ্যের কলঙ্ক বলে উল্লেখ করে আদিত্যনাথ সরকারকে অস্বস্তিতে ফেলেছেন। বিরোধী দলগুলিও নিশানা করেছে সরকারকে।
তবে এর মধ্যেই বিক্ষিপ্ত, ছুটকো ছাটকা হিংসার খবর আসছে নানা জায়গা থেকে। পিএসি, RAF বাহিনীকে মোতায়েন করা হয়েছে গুজব ছড়িয়ে পড়া রুখতে। তবে তার মধ্যেই গতকাল রাতে এক দোকানির গুদাম পুড়ে ছাই হয়েছে।
এর মধ্যেই রাহুল উপাধ্যায় নামে যে ব্যক্তির মৃত্যুর খবর চাউর হওয়ায় কাসগঞ্জের পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছিল, তিনি নিজেই আজ প্রকাশ্যে এসে জানান, তিনি ভাল, সুস্থ আছেন। তাঁর কিছুই হয়নি। তাঁর মৃত্যুর গুজব ছড়ানোয় অশান্তি বাড়তে থাকায় তিনি নিজে থেকেই আজ মিডিয়াকে বলেন, আমার এক বন্ধু কাসগঞ্জের হিংসায় আমার মারা যাওয়ার গুজব সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কথা জানায়। কিন্তু অশান্তি, হিংসার সময় কাসগঞ্জে ছিলামই না আমি। গ্রামের বাড়ি গিয়েছিলাম। এখন আমি দারুণ আছি। তাঁর মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।