নয়াদিল্লি: দিল্লিতে এসে অযোধ্যায় রামায়ণ সংগ্রহশালা নিয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মার সঙ্গে আলোচনা করলেন উত্তরপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, দেশের সবচেয়ে বড় রাজ্যের বিভিন্ন পর্যটন সংক্রান্ত প্রকল্প নিয়ে মহেশ শর্মার সঙ্গে আলোচনা হয়েছে যোগীর। এরইমধ্যে রয়েছে রামায়ণ সংগ্রহশালা নির্মাণ। এই প্রকল্পের জন্য কেন্দ্র ইতিমধ্যেই কেন্দ্র ১৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

জানা গেছে, কেন্দ্রের প্রস্তাব গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং এক সপ্তাহের মধ্যে এরজন্য জমি দিতেও রাজি হয়েছেন।

উল্লেখ্য, বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ চত্বর থেকে ১৫ কিমি দূরে একটি জায়গায় এই সংগ্রহশালা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। গত বছর মহেশ শর্মা প্রস্তাবিত প্রকল্প স্থলে গিয়েছিলেন।