পঞ্চাশোর্ধ্ব কর্মীদের কাজে সন্তুষ্ট না হলে বাধ্যতামূলক অবসরে পাঠাবে উত্তরপ্রদেশ সরকার
Web Desk, ABP Ananda | 07 Jul 2017 07:07 PM (IST)
লখনউ: বিভিন্ন দফতরে কর্মরত ৫০ বছরের বেশি বয়স হয়ে যাওয়া ব্যক্তিদের কাজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। যে ব্যক্তিদের কাজ সন্তোষজনক বলে মনে হবে না, তাঁদের বাধ্যতামূলক অবসরের সুপারিশ করা হবে। উত্তরপ্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। অতিরিক্ত মুখ্যসচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের এ মাসের ৩১ তারিখ পর্যন্ত সব কর্মীর কাজের বিচার করতে বলা হয়েছে। এ বছরের ৩১ মার্চের মধ্যে যে কর্মীদের বয়স ৫০-এর বেশি ছিল, তাঁদের কাজ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন সচিবরা। উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র বলেছেন, এই নির্দেশ নতুন কিছু নয়। ৫০ বছরের বেশি বয়সি কর্মীদের কাজ খতিয়ে দেখার নির্দেশ আগেও ছিল। সরকারি কর্মীদের নিয়োগ করার সময়ই বলে দেওয়া হয়, সরকার মনে করলে কোনও কারণ না দেখিয়েই তিন মাসের নোটিস দিয়ে কর্মীদের অবসরে পাঠাতে পারে। এক্ষেত্রেও সেই নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। সেই কারণেই নিয়মিত কর্মীদের কাজকর্ম খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি।